ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে হোটেল কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
দক্ষিণখানে হোটেল কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর দক্ষিণখান আশকোনা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মানিক কুমার বড়ুয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণখান এলাকার ‘নোয়াখালী গেস্ট হাউজ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল’ এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) নান্নু মিয়া খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে খবর পেয়ে ওই হোটেলের তৃতীয় তলার ১২নম্বর কক্ষের দরজা ভেঙে মানিক কুমারের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে এসআই নান্নু মিয়া জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মৃত অমিয় কান্তি বড়ুয়ার ছেলে মানিক। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করলেও মানিক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

তিনি গত ১১ ডিসেম্বর দুপুর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হোটেলের ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। গতরাতে পাশের কক্ষের লোকজন উৎকট গন্ধ পেয়ে হোটেল ম্যানেজার রফিকুল ইসলামকে জানায়। পরে ম্যানেজার খবর দিলে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।

এসময় ওই কক্ষে বেশ কিছু ওষুধের খালি খোসা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ১১ থেকে ১৪ ডিসেম্বরের কোনো সময় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলো।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।