ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা

নওগাঁ: নওগাঁয় নয়ন হোসেন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নয়ন ওই মহল্লার আমির হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে বাঙ্গাবাড়িয়া মহল্লার কায়কোবাদ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। মোবাইল ফোনে চুরির বিষয়টি জানতে পেরে ওই মহল্লার নৈশ্যপ্রহরী জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পাশের রাস্তায় আসেন নয়ন হোসেন।

মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় তিন/চারজনকে দেখে কাছে গিয়ে থামাতে বললে দু‘জনকেই অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। নৈশ্যপ্রহরী জাহাঙ্গীরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।