ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
না’গঞ্জে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ ভোর সাড়ে ৬টায় ‘বিজয় স্তম্ভে’ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। 

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই নগরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানানো শুরু হয়। প্রথমে সাড়ে ৬টায় জেলা প্রশাসন ও সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলার মুক্তিযোদ্ধারা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি এবং সর্বশেষ বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি ফুলেল শ্রদ্ধা জানায়।  

এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষও ফুলেল শ্রদ্ধা জানায় বিজয় স্তম্ভে। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন এবং স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।