ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শক্রতার জের ৮৮ ছাগলের ওপর!

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
শক্রতার জের ৮৮ ছাগলের ওপর! দুর্বৃত্তদের দেওয়া অাগুনে মারা গেলো ৮৮টি ছাগল। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী, পাবনা: পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৮৮টি ছাগল মারা গেছে।

রোববার (১৭ ডিসেম্বর) ভোরে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মিরকামারী বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউ এরা ফাউন্ডেশনের সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরন বাংলানিউজকে জানান, ভোরে খামারের পাশের ঘরে থাকা আশার উদ্দিন আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে খামারের মধ্যে থাকা ৮৮টি ছাগল পুড়ে মারা যায়।

এ ব্যাপারে নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মন্জুর রহমান বিশ্বাস বাংলানিউজকে বলেন, এ কেমন শত্রুতা !  শত্রুতা করে এভাবে জীব হত্যা, অমানুষ ছাড়া কেউ করতে পারে না।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা আগুন ধরানোর জন্য পেট্রোল অথবা গান পাউডার জাতীয় পদার্থ ব্যাবহার করে এ ঘটনা ঘটিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ দিলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।