ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুবিতে মার্কেটিং আন্তঃব্যাচ বিতর্কের ফাইনাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
কুবিতে মার্কেটিং আন্তঃব্যাচ বিতর্কের ফাইনাল

কুবি: ‘যুক্তির দ্রোহে লুপ্ত হোক অজ্ঞানতার গ্লানি, ধ্বনিত হোক প্রগতির বাণী’ স্লোগানে মার্কেটিং আন্তঃব্যাচের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের ৪১১নং এ বিতর্কের ফাইনাল এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে ছিল মর্কেটিং বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘ক্যাফে মার্কেটিং’।

 

এসময় উপস্থিত ছিলেন- বিভাগের সভাপতি, সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, সহাকারী অধ্যাপক, ড. মো. সোলায়মান, জিল্লুর রহমান, মেহেদী হাসান এবং মইনুল হাসান প্রমুখ।

বুধবার (০৬ ডিসেম্বর) বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয় এবং শনিবার (০৯ ডিসেম্বর) থেকে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভাগের ছয়টি ব্যাচের মোট ১৩টি দলের অংশ নিয়ে ফাইনালে মুখোমুখি হয় ‘দুর্বার’ এবং ‘স্বাধীন’। এতে সরকারি দল ‘দুর্বার’ জয় লাভ করে। অংশগ্রহনকারী প্রত্যেক বিতার্কিককে সনদ এবং ফাইনালে বিজয়ী দল, রানার আপ দল এবং উদীয়মান ১০ জন বিতার্কিককে ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।