ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে ৫ কারখানা‌কে সা‌ড়ে ১২ লাখ টাকা জ‌রিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
গাজীপু‌রে ৫ কারখানা‌কে সা‌ড়ে ১২ লাখ টাকা জ‌রিমানা

গাজীপুর: গাজীপু‌রে প‌রি‌বেশ দূষ‌ণের দা‌য়ে পাঁচ কারখানা‌কে সা‌ড়ে ১২ লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছে প‌রি‌বেশ অ‌ধিদপ্তর।

‌রোববার (১৭ ডি‌সেম্বর) সন্ধ্যায় প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।  

এ‌তে বলা হ‌য়ে‌ছে, কারখানার দূ‌ষিত তরল বর্জ্য প‌রি‌বে‌শে নির্গমন ক‌রে প‌রি‌বে‌শের ক্ষ‌তি ও অবস্থানগত/প‌রি‌বেশগত ছাড়পত্র ছাড়া কারখানার জেনা‌রেটর স্থাপন ও কারখানা প‌রিচালনা করার দা‌য়ে পাঁচটি কারখানা‌কে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কারখানার মা‌লিক প্র‌তি‌নি‌ধিদের প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রে তলব ক‌রে এ জ‌রিমানা ক‌রেন প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের পারচালক (ম‌নিট‌রিং অ্যান্ড এন‌ফোর্স‌মেন্ট)।  

কারখানাগু‌লো হ‌লো- নিহাল অ্যান্ড সিতাব কা‌র্গো সা‌ভিস লি‌মি‌টেড‌কে ৫ লাখ টাকা, ট্যাট ফাইর‌জিপার কোং লি‌মি‌টেড‌কে ৩ লাখ ৫০ হাজার টাকা, লা‌জিম অ্যাপা‌রেলস লি‌মি‌টেড‌কে (কাকা‌ডো ট্রেডিং বাংলা‌দেশ লি‌মি‌টেড) ২ লাখ টাকা, গ্রিন কোল্ড ‌প্রোডাক্টস/গু‌লিস্তা অ্যাগ্রো কম‌প্লেক্স লি‌মি‌টেড‌কে এক লাখ টাকা ও কেম হাউস ইন্ডা‌স্ট্রিজ‌কে এক লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।  

বাংলা‌দেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডি‌সেম্বর ১৭, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।