ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ফেনীতে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান

ফেনী: মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ ও বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য ফেনী জেলা পুলিশের আয়োজনে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনী জেলায় কর্মরত থাকাকালে ও বসবাসরত ৩২ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত (ডিআইজি) মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) মোহম্মদ খালেদ, ফেনী ট্রফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক, ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী, ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামসহ জেলার ৬টি থানার কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, আজকে যাদের সংবর্ধনা দেওয়া হলো তারা জাতীর বীর সন্তান-ই নয় তারা পুলিশের গর্ব। পুলিশ সদস্য হয়ে আপনারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। আপনাদের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। আপনাদের দেখানো পথে আমরা আগামীর পথ চলতে সাহস পাই।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।