ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কর্মরত ও অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।



এসময় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহা-পরিদর্শক মো. আব্দুছ সাত্তার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দসহ জেলার বাসিন্দা মোট ২৫ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।