ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
মৌলভীবাজারে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমন মিয়া (১৮) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের জগৎপুর গ্রামের মৃত সোনাহর মিয়ার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইমন ওই উপজেলার রাতগাঁও গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে সোনাহর মিয়ার বাড়িতে বসবাস করে আসছিল ইমন। বিকেলে হঠাৎ তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আখাইলকুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলা মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।