ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
চকরিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ নয়ন সাহা (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

নয়ন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের উত্তম সাহার ছেলে।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিনতারুল তাহমিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শনিবার (২৩ ডিসেম্বর) দি‍বাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে  পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।