ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
যাত্রাবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমির হামজা (২৬) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে আটক করে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, রোববার রাতে ছিনতাইকারীদের ধরতে অভিযান চালালে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে আমির পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।