ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদক সম্রাটসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
দিনাজপুরে মাদক সম্রাটসহ আটক ২ আটকেরা

দিনাজপুর: দিনাজপুর শহরের ৬ নম্বর নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মো. শফিকুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মো. গোলাম মোস্তফাকে (৪০) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর দিনাজপুর ক্যাম্প সদস্যরা। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের থানা থেকে আদালতে পাঠানো হয়।  

আটক শফিকুল একই এলাকার গাজী মোস্তফার ছেলে ও গোলাম মোস্তফা রাজবাড়ি অমুলিপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে।

 

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শফিকুল ও তার পরিবার দিনাজপুরে মাদক জগৎ পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।