ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রেল কারখানার চোরাই লোহা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
সৈয়দপুরে রেল কারখানার চোরাই লোহা উদ্ধার উদ্ধার করা লোহার মালামাল

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানার চোরাই লোহার মালামাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে শহরের বিজলী মোড় থেকে এসব উদ্ধার করা হয়।  এর মধ্যে ফিস প্লেট, রেললাইন জোড়া লাগানোর নাট, বুশ, ডকপিন, লকসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল রয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, ভোরে শহরের বিজলী মোড়ে একটি ভ্যান থেকে রেলওয়ে কারখানার চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। এসব মালামালের মধ্যে রয়েছে ফিস প্লেট ২০০ পিস, নাট ২০০ পিস, পিতলের বুশ ২০০ পিস, ডকপিন ১০০ পিস ও লক ১০০ পিস।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

কারখানার অভ্যন্তরে একটি চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে লোহা চুরি করে বাইরে পাচার করছে বলে একটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।