ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে জামাই বাড়ি থেকে শাশুড়ির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
দৌলতপুরে জামাই বাড়ি থেকে শাশুড়ির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে সফুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শফুরা খাতুন উপজেলার চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড় মণ্ডলপাড়ার মুজাম্মেল হকের শাশুড়ি।

তিনি জামাইয়ের বাড়িতেই থাকতেন।  

দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফ জানান, সকালে বাড়ির লোকজন ঘরে সফুরা খাতুনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

তিনি আরো জানান, ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।