ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় গণশিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় গণশিক্ষামন্ত্রী

ঢাকা: বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রীর মিন্টুরোডের বাসভবনে তারা আলোচনায় বসেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক আসাদুরসহ অন্যরা আলোচনায় উপস্থিত রয়েছেন।

এর আগে সকালে সরকার দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।

আন্দোলনের দ্বিতীয় দিন রোববার (২৪ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনারে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকজন। তাদের পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা শিক্ষকদের

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।