ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় পলিটেকনিক ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আগৈলঝাড়ায় পলিটেকনিক ছাত্রের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সুমন কির্তনীয়ার (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন উপজেলার উত্তর বারপাইকা (হাওলা) গ্রামের সুধাংশু কির্তনীয়ার ছেলে এবং বেসরকারি ইনফ্রা পলিটেকনিকের মেকানিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যা ভুগছিলেন সুমন। পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয় চালানো অসম্ভব ছিল। এ হাতশার কারণেই রোববার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বাংলানিউজকে জানান, সুমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।