ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। 

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের পক্ষ থেকে উপজেলা পরিষদের আবাসিক চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, নজরুল করিম, মমতাজ উদ্দিন আহমেদ, শফিউল ইসলাম মজনু, সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা কুতুব উদ্দিন, কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল ও আলমডাঙ্গ উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন।  

জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দারের পরিচালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একলেমুর রেজা সাবান জোয়ার্দার, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়াত আলী লালু, ধুবইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।