ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় রূপজাহান বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌরশহরের পকিহানা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপজাহান পৌরশহরের জামুবাড়ি ডাক্তারপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় রূপজাহান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।