ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
রূপগঞ্জে মাদক বিক্রেতা আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গোলাপ হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ব্রাক্ষ্মণগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক গোলাপ হোসেন ওই এলাকার মোস্তাফা মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাক আহম্মেদ জানান, গোলাপ হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার ব্রাক্ষ্মণগাঁও, দেওয়ানবাড়ি, পাবই ও মঙ্গলখালী এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।

খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ব্রাক্ষ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।  

তিনি আরো জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।