ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে করিম উদ্দিন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়লেখা-শাহবাজপুর সড়কের গ্রামতলা কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত করিম উদ্দিন বড়লেখা উপজেলার গ্রামতলার শওকত আলীর ছেলে।

 

আহতেরা হলেন-বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সামাদ আহমদ (১৮) ও সামাদ হোসেন (২৫)।  

এ ব্যাপারে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, বড়লেখা শাহবাজপুর সড়কের গ্রামতলা কালিবাড়ির সামনে দু'দিক থেকে দ্রুতগামী দুইটি মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় আরও দু'জন গুরুতর আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।