ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবহাটায় উদ্ধার ২ নারীকে পাঠানো হয়েছে শেল্টার হোমে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
দেবহাটায় উদ্ধার ২ নারীকে পাঠানো হয়েছে শেল্টার হোমে

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অজ্ঞাতপ‌রিচয় দুই নারীকে উদ্ধার করে শেল্টার হোমে পা‌ঠিয়েছে পু‌লিশ। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায়  উপজেলার পারুলিয়া জেলিয়াপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।  

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বাংলা‌নিউজকে জানান, সন্ধ্যায় অচেনা দু্ই নারীকে ‌ঘোরাঘু‌রি করতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে তাদের উদ্ধার ক‌রা হয়।  

তি‌নি আরও বলেন, তারা অস্পষ্ট স্বরে বাংলা ভাষায় কথা বলছেন। তবে নিজেদের নাম-ঠিকানা বলতে না পারায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্তৃক সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের শেল্টার হোমে (সিএসসিডব্লিউ) পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।