ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিযুষ ঢালী (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গভীররাতে কোটালীপাড়া উপজেলার পিরার বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পিযুষ একই গ্রামের হরিপদ ঢালীর ছেলে।

তিনি মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, ইঁদুরের উপদ্রব ঠেকাতে পিরার বাড়ি গ্রামের রানা মিয়া তার ইরি ধানের ক্ষেত বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছেন। রাতে পিযুষ ওই ধান ক্ষেতের পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।  

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।