ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
রূপগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মামলায় চার মাসের সাজার আদেশপ্রাপ্ত আসামি তপুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তপু ওই এলাকার আফসার আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ২০১৫ সালে মাদক মামলায় চার মাসের সাজার আদেশপ্রাপ্ত আসামি তপু এতোদিন পালিয়ে ছিলেন। তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অবস্থায় করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।