ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
কিশোরগঞ্জে রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ কিশোরগঞ্জে রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নানা রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের এ চেক রোগী ও তাদের স্বজনদের হাতে তুলে দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস।

সমাজসেবা অধিদফতরের আওতায় ৫০ হাজার টাকা করে ২৭ জন রোগীকে মোট সাড়ে ১৩ লাখ টাকার অনুদান দেয়া হয়।

কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা কালেক্টরেটের সিনিয়র ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ ও রোগীদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।