ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে অস্ত্রসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
সেনবাগে অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় পাইপগান, গুলি ও ১৫ পিস ইয়াবাসহ ফখরুল ইসলাম পলাশ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটক পলাশ উপজেলার বীজবাগ গ্রামের রফিক উল্যা চৌকিদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেনবাগ কলেজ এলাকায় অভিযান চালিয়ে পলাশকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পাইপগান, গুলি ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।