ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ফেনসিডিলসহ খালা-ভাগ্নী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
খুলনায় ফেনসিডিলসহ খালা-ভাগ্নী আটক

খুলনা: খুলনায় ১৩০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা খালা-ভাগ্নীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোর জেলার শার্শা থানাধীন লাউতারা গ্রামের বাসিন্দা তানিয়া ইসলাম (২৫) ও শাহানারা (৩৫)।

তারা দু’জন সম্পর্কে আপন খালা-ভাগ্নী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর রূপসা ট্রাফিক মোড়ের জেলা মাদকদ্রব্য কার্যালয়ের বিআরটিসির সামনে অভিযান চালানো হয়।

এসময় অভিনব কায়দায় শরীরের মধ্যে রাবারের সাহায্যে ১৩০ বোতল ফেনসিডিল বেঁধে পাচারকালে ওই দুই নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।