ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইটভাটাকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
মাগুরায় ইটভাটাকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে ভাটা স্থান করে ইট পোড়ানোর দায়ে মাগুরা সদর উপজেলার ব্লু  গ্রামে তারা ব্রিকস নামে এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ ডিসেম্ববর) দুপুরে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মৌসুমি জেরিন কান্তার ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে ভাটা স্থান করে ইট পোড়ানোর অপরাধে ভাটা মালিক মুক্ত রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে চিমনি ভেঙ্গে ও কাঁচা ইট নষ্ট করে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ভাটা মালিক মুক্ত রহমান পালিয়ে যাওয়ায় ঘটনা স্থল থেকে তার দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।