ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মদ-বিয়ারসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
রাজধানীতে মদ-বিয়ারসহ আটক ৩

ঢাকা: থার্টি ফার্স্ট উদযাপনকে সামনে রেখে রাজধানীর গুলশান ও পুরান ঢাকায় অভিযান চালিয়ে মদ-বিয়ারসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পৃথক দু’টি অভিযানে তাদের আটক করা হয়।  

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাসেম বাংলানিউজকে জানান, গুলশান-১ এর ১১১ নম্বর সড়ক থেকে দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের তাদের কাছ থেকে ২২০ বোতল বিদেশি মদ ও ১৬০ বোতল বিয়ার জব্দ করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটক রফিক ও জহির নামে দুইব্যক্তি মাদক বিক্রেতা জানিয়ে তিনি বলেন, তারা এসব মাদক নিয়ে গাজীপুরে যাচ্ছিল বলে আমাদের জানিয়েছে।  

এদিকে পুরান ঢাকার আরমানিটোলা ঊষা ক্রীড়া চক্রের সামনে একটি প্রাইভেটকার থেকে ৩৮৩ ক্যান বিয়ারসহ চালক আবু তাহেরকে আটক করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর বাংলানিউজকে জানান, প্রাইভেটকার থেকে বিয়ারের ১৬টা কেস উদ্ধার করা হয়েছে। বিয়ারগুলো বেলজিয়ামের তৈরি, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।