ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চারুকলায় দু'দিনব্যাপী জয়নুল উৎসব শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
চারুকলায় দু'দিনব্যাপী জয়নুল উৎসব শুরু চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়/ছবি: হারুন

ঢাকা: শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটউট প্রাঙ্গণে উদ্বোধন হলো দু'দিনব্যাপী জয়নুল উৎসব।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় বকুল চত্বরে অনুষ্ঠানটি অনুষদের সার্বিক তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে। এতে সংস্কৃতিমন্ত্রী, ঢাবি উপাচার্যসহ চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন।

চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।

আধুনিক শিল্পকলার এ পথিকৃতের জন্মজয়ন্তীতে চারুকলায় আলোকচিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান ও মেলার আয়োজনও রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।