ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

তাহিরপুর সীমান্তে ১৬৮ বোতল মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
তাহিরপুর সীমান্তে ১৬৮ বোতল মদ জব্দ জব্দকৃত মদ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও থেকে ১৬৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে (২৯ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, তাহিরপুর উপজেলার চারাগাঁও থেকে সীমান্ত পিলার ১১৯৫/৪-এস এর কাছ থেকে বাঁশতলা নামক স্থান থেকে ১৬৮ বোতল ভারতীয় অফিসার্স
চয়েস মদ জব্দ করেছে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা। যার মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।