ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
শ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আছাদুর রহমান (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নুরনগর বাজারের পার্শ্ববর্তী ঘোষপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আছাদুর রহমান জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও যুবলীগ কর্মী।

স্থানীয়রা জানান, শ্যামনগরের নুরনগর বাজারের পার্শ্ববর্তী ঘোষপাড়া বিল এলাকায় আছাদুর রহমানের একটি মৎস্য ঘের রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে সাইকেলে করে ঘেরে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার গলায়, বুকে ও পায়ে ছুরি মেরে ফেলে রেখে যায়। চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে ডা. আয়ুব আলীর কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।