ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, ডিসেম্বর ২৯, ২০১৭
যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবলের আঞ্চলিক ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন।

জেলা প্রশাসকের আয়োজনে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বি-পাড়া উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে আঞ্চলিক ফাইনালে চ্যাম্পিয়ন হয় দাউদকান্দি উপজেলা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসাদুজ্জামান শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম, তিতাস উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর, হোমনা উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ নাজমুল সোহেব, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকারিয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার রাসেসুল কাদের, বি-পাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ্বাস, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দফতর সম্পাদক আবুল হাসেম সরকার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার ও তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজারুল প্রমুখ।

‘বাবা-মার হাত ধরো, মাদক ছেড়ে খেলতে চলো।  খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ স্লোগানকে সামনে রেখে গত ২২ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে কুমিল্লা উত্তর জেলার ৮ উপজেলা অংশ দেয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।