ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পস্ট হয়ে যায়।

এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় ৯টি ফেরি।

এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহন শ্রমিকরা। এর মধ্যে শুক্রবার রাতে ফের ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ নৌরুটে সংকট আরো বাড়লো।

পাটুরিয়া ফেরিঘাটে মানুষের ঢল

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।