ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে স্পিনিং মিলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, ডিসেম্বর ২৯, ২০১৭
কালিয়াকৈরে স্পিনিং মিলে আগুন

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রহমত গ্রুপের বেলকুচি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানার জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়দের সহায়তায় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, স্পিনিং মিলটির জেনারেটর রুমে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসের খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
আরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।