ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ৫৬ পুলিশ সদস্যকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ৫৬ পুলিশ সদস্যকে সংবর্ধনা সংবর্ধনাপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধারা

বরগুনা: স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বরগুনার ৫৬ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বরগুনা জেলা পুলিশের উদ্যোগে শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরগুনা পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, সুখ রঞ্জন শীল প্রমুখ।

এসময় সংবর্ধনা নিতে আসা মুক্তিযোদ্ধা ছাড়াও বরগুনার প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।