ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
কালিগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শামীমা আক্তার শিউলি নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নলতা ইউনিয়নের বাগনলতা গ্রামে এ ঘটনা ঘটে।

শামীমা বাগনলতা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট অ্যান্ড হাইস্কুলের ছাত্রী ছিলো।

নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বাংলানিউজকে জানান, শামীমা জেএসসি পরীক্ষায় পাঁচটি বিষয়ে লেটার মার্ক পেলেও গণিতে ফেল করেছে। সন্ধ্যায় এ খবর পেয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।