ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস খাদে পড়ে আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
সিলেটে বাস খাদে পড়ে আহত ১০ দুর্ঘটনা কবলিত বাস। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ১০জন আহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাফলং থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বেপোরেয়া গতিতে চালাচ্ছিলেন চালক।

ঘটনাস্থলে আসার পরপরই বাসটি উল্টে যায়। এতে নারী, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সিলেট তামাবিল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মাসুক আহমদ বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ মারা যাননি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান  তিনি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।