ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
সিরাজগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ: বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সিরাজগঞ্জে নাসিমা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নাসিমা ওই এলাকার মুদি দোকানদার জহুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর বাবা জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বার্ষিক পরীক্ষায় অংশ নেয় নাসিমা। দুপুরে পরীক্ষার ফলাফলে জানতে পারে সে অংক ও ইংরেজিতে ফেল করায় ১০ম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেনি। পরে স্কুল থেকে বাড়ি ফিরে সে সবার অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।