ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দশমিনায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
দশমিনায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল চৌকিদার (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন (২৫) নামে আরো একজন আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল চৌকিদার উপজেলার রনগোপালদি ইউনিয়নের আবু চৌকিদারের ছেলে ও আহত সুমন একই ইউনিয়নের যৌতা গ্রামের মফিজ সরদারের ছেলে এবং ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনের মোটরসাইকেলে করে সোহেল বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে সুমন ও সোহেল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মোটরসাইকেল চালক সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।