ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
সলঙ্গায় ফেনসিডিলসহ যুবক আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ মামুন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (০৩ জানুয়ারি) ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাজশাহীর বাঘা-ঢাকাগামী পাবনা এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়।  

মামুন রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশোরপুর গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে পাবনা এক্সপ্রেস বাসে তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিলসহ মামুনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।