ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নতুন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী যেসব দফতরের দায়িত্বে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
নতুন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী যেসব দফতরের দায়িত্বে শাহজাহান কামাল, মোস্তাফা জব্বার এবং কাজী কেরামত আলী

ঢাকা: সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া নতুন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একেএম শাহজাহান কামাল, মোস্তাফা জব্বার এবং কাজী কেরামত আলী পেয়েছেন দফতর। 

দায়িত্ব পেয়ে শপথ নেওয়ার একদিন পর বুধবার (০৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে আদেশ জারি করা হয়েছে নতুন দু’জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নামে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামালকে মন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কেরামত আলীকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন মঙ্গলবার (০২ জানুয়ারি)।

আর আইসিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বারকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানানো হয় একইদিন।

একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিমানমন্ত্রী রাশেদ খান মেননের জায়গায় গেলেন। রাশেদ খান মেননকে সরিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে তারানা হালিমকে সরিয়ে দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ে।

কাজী কেরামত আলী পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে কাজ করবেন কেরামত। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দাফতরিক কাজ হলেও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের দাফতরিক কাজ হয় সচিবালয়ের পাশে পরিবহন পুল ভবনে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এজেন্ডার বাইরে একটা বিষয়…।

‘একটু চেঞ্জ (মন্ত্রিসভায়) আছে। আপনারা জানেন আমাদের নতুন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী গত সন্ধ্যায় শপথ গ্রহণ করেছেন। তাদেরকে দফতর বণ্টন করা এবং কিছু রিশাফলিং করে মোট আট জন মন্ত্রীর দফতর বণ্টন বা পুনর্গঠন করা হয়েছে’।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসকে/এমআইএইচ/এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।