ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইয়াবা ব্যবসার অর্থ লেনদেনেও বিকাশ এজেন্ট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ইয়াবা ব্যবসার অর্থ লেনদেনেও বিকাশ এজেন্ট! সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবার ইয়াবা ব্যবসার অর্থ লেনদেনেও বিকাশ এজেন্টের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম।

এর আগে বুধবার (০৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শেওড়াপাড়া থেকে বিকাশ এজেন্ট স্বপন ও ইয়াবা ব্যবসায়ী আফজাল হোসেন ইমনের ছেলে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ সময় স্বপনের কাছ থেকে ১০টি সচল মোবাইল ফোন, যার মধ্যে ১৭ টি সচল সিম কার্ডসহ মোট ১৯ টি সিম কার্ড উদ্ধার করা হয়। সিমগুলোর সবগুলোতেই বিকাশ একাউন্ট করা রয়েছে।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মোল্যা নজরুল জানান, নুরুল হক ওরফে ভুট্টো (৩২) একজন বড়মাপের ইয়াবা ব্যবসায়ী। তিনি টেকনাফ থেকে দীর্ঘদিন ধরে বাহকদের মাধ্যমে ইয়াবা ব্যবসায়ী আফজাল হোসেন ইমনের কাছে ইয়াবার বড় বড় চালান পাঠিয়ে আসছে।

ইমন ইয়াবা বিক্রয়ের টাকা তার ছেলে সালাউদ্দিনের মাধ্যমে বিকাশ এজেন্ট স্বপনের কাছে পাঠাতো। এরপর স্বপন সেই টাকা বিকাশের মাধ্যমে টেকনাফের বিকাশ এজেন্টের কাছে পাঠাতো। যা পরবর্তীতে ভুট্টো টেকনাফ থেকে উত্তোলন করতো।

স্বপনের বিকাশ একাউন্ট থেকে এ পর্যন্ত ইয়াবা বিক্রির প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলেও জানান সিআইডির এ বিশেষ পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।