ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়্যার লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়্যার লিমিটেড কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সর্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলছিল।  

তিনি জানান, আগুনে ওই গুদামে থাকা কাপড় ও মালামাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮ 
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।