ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় ট্রলার উদ্ধার, এখনো নিখোঁজ কনস্টেবল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
মেঘনায় ট্রলার উদ্ধার, এখনো নিখোঁজ কনস্টেবল

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার সীমানাধীন মেঘনা নদীর কালিপুরা এলাকায় বাল্কহেড ও ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার হলে এখনো নিখোঁজ রয়েছেন নৌ-পুলিশ কনস্টেবল মো. ইব্রাহীম (৫৭)।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে নিখোঁজ ট্রলারটি উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ট্রলার ডুবে চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইব্রাহীম নিখোঁজ হন।

তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। এ ঘটনায় ৫ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- মো. ইসমাইল (৪৫), মো. রনি (২০), মো. সাহেদ (২৭), মো আব্দুল মান্নান (৩৪) ও মো. আমজাদ (২৮)।

ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন কর্মকর্তা আল মাসুদ বাংলানিউজকে জানান, দুপুরে ট্রলারটির সন্ধান মিললেও ভেতরে মরদেহ পাওয়া যায়নি।

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিক বাংলানিউজকে জানান, বেপরোয়াভাবে নৌযান চালিয়ে মানুষ মেরে ফেলার অপরাধে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন এমভি আজিজ-১ ও অজ্ঞাতনামা ড্রেজারের ৫ জনকে আটক করে গজারিয়া থানায় পাঠানো হয়েছে।

এছাড়া ইব্রাহীমকে উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

গজারিয়া থানার ওসি (তদন্ত) প্রান বন্ধু বাংলানিউজকে জানান, শুক্রবার (৫ জানুয়ারি) সকালে আটক ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। তবে শুক্রবার ছুটির দিন থাকায় আদালত তাদের কারাগারে পাঠান এবং রোববার (৭ জানুয়ারি) দিন হাজির করার নির্দেশ দেন।

নৌ-পুলিশের ঢাকা জোনের এডিশনাল এসপি-২ সাইফুজ্জামান ফারুকী বাংলানিউজকে জানান, দায়িত্বরত অবস্থায় ইব্রাহীম দুর্ঘটনার স্বীকার হয়। মরদেহ পাওয়া গেলে আইন অনুযায়ী তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।