ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম রাজবাড়ী গেলেন কেরামত আলী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম রাজবাড়ী গেলেন কেরামত আলী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রথম নিজ জেলায় গেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও তার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী দৌলতদিয়া ফেরি ঘাটে এসে পৌঁছালে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রটোকলসহ ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

এরপর সেখানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

এরপর দৌলতদিয়া ঘাট থেকে গাড়িবহর নিয়ে দুপুর ২টার দিকে তিনি রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সার্কিট হাউজে তিনি মধ্যাহ্ন ভোজন করে কিছুক্ষণ বিশ্রাম নেন।

বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিকেল ৪টার দিকে তাকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ- সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেখান থেকে সাড়ে ৪টার দিকে তিনি শহরের কাজীকান্দা এলাকার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি তার বাবা মরহুম কাজী হেদায়েত হোসেন ও মা মোনাক্কা বেগমের কবর জিয়ারত করবেন।

বাড়িতে কিছুক্ষণ অবস্থান করে তিনি রাজবাড়ী সদর উপজেলা পরিষদে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অসুস্থ অ্যাডভোকেট সৈয়দ রফিকুছ সালেহীনকে দেখতে তার বাসভবনে যাবেন বলে জানা গেছে।

কাজী কেরামত আলী ২ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।