ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
রাজশাহীতে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ শীর্ষক এ অনুষ্ঠানে অতিথিরা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে মুক্তিযুদ্ধের গল্প শোনানো হলো স্কুল শিক্ষার্থীদের। হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় মুক্তিযোদ্ধারা তাদের বীরত্বের গল্প শোনান। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি পশ্চিম) আমির জাফরের সভাপাতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা, ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন, এডিসি (সদর) মোছা. শিরিন আক্তার জাহান, স্কুলের প্রধান শিক্ষক ইসবেলা সাত্তার প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের ছয় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের জন্য কাজ করার পরামর্শ দেন। এ সময় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক নাচ, গান, কবিতা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা হয়।

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান এ উদ্যোগ নিয়েছেন।  

অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।