ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাবি মেনে নেওয়ায় নন-এমপিও শিক্ষকদের কৃতজ্ঞতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
দাবি মেনে নেওয়ায় নন-এমপিও শিক্ষকদের কৃতজ্ঞতা সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি মেনে নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

রোববার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা গত ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথম পর্যায়ে টানা পাঁচদিন অবস্থান কর্মসূচি পালন করি।

এরপর আমরণ অনশন শুরু করি। অনশনের তৃতীয় দিন শিক্ষামন্ত্রী এসে অনশন স্থগিতের আহ্বান জানালে শিক্ষক-কর্মচারীরা অশ্বস্ত হতে না পারায় অনশন চালিয়ে যেতে থাকে। সেসঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, অবশেষে অনশনের ষষ্ঠ দিন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া অনশনস্থলে আসেন এবং আমাদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন বলে ঘোষণা দেন।

তিনি আরও বলেন, দাবি আদায়ে সহায়তা করার জন্য প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে বিগত ১০/১১ দিন পর্যন্ত যে সমস্থ রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ আমাদের পাশে এসে সংগতি জ্ঞাপন করেছেন তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।