ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোর্ড গঠনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
বোর্ড গঠনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন মানববন্ধনে বরিশাল মেডিকেল টেকনোলজিস্টরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বোর্ড গঠনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল মেডিকেল টেকনোলজিস্টরা।

রোববার (৭ জানুয়ারি) সকালে বরিশালের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা।

সংগঠনের সভাপতি মেডিকেল টেকনোলজিস্ট মো. হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান মাসুম, সহ-সভাপতি নাজমুল হাসান ফরহাদ, কমল কৃষ্ণ চৌধুরী, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মানুষের সঠিক রোগ নির্ণয়ে চিকিৎসকের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সনদপ্রাপ্ত একজন মেডিকেল টেকনোলজিস্ট। সরকারি স্বাস্থ্যসেবাকে উন্নত এবং মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য এ পেশারও রয়েছে অপরিসীম গুরুত্ব। কিন্তু আজ এ পেশায় যারা রয়েছেন তাদের প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে। তাই মেডিকেল টেকনোলজিস্টদের ৫ দফা দাবি বাস্তবায়ন ও তাদের মান উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করে মেডিকেল টেকনোলজি কোর্সকে আগের মতো চারবছরে উন্নীত করা, মেডিকেল টেকনোলজিস্টদের স্থগিতকৃত নিয়োগ প্রদান এবং সর্বোনিম্ন বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করা।

বাংলা‌দেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়া‌রি ০৭, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।