ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে চিহ্নিত সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মণিরামপুরে চিহ্নিত সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোর: যশোরের মণিরামপুরে রাজু সরদার (৩৫) নামে ঝিকরগাছার এক চিহ্নিত সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার স্মরণপুর জয়েন্ট ইট ভাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজু ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের মৃত রবিউল সরদারের ছেলে।

তার বিরুদ্ধে হত্যা, খুন-ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২৬টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, শনিবার (০৬ জানুয়ারি) র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত পালসার বাবুর সহযোগী ছিলেন। নিহতের চোখ-মুখসহ দেহে চারটি গুলির চিহ্ন রয়েছে।

মণিরামপুরের খেদাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আইনুদ্দিন বাংলানিউজকে বলেন,‘মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহে চারটি গুলির চিহ্ন রয়েছে। ’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বাংলানিউজকে বলেন, নিহত রাজু সরদার চিহ্নিত সন্ত্রাসী। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার সময় নিহত আওয়ামী লীগ কর্মী মিলন হত্যা মামলাসহ ২৬টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, তাদের ধারণা প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন রাজু সরদার।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।