ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদগাঁওয়ে অস্ত্রসহ ডাকাত আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ঈদগাঁওয়ে অস্ত্রসহ ডাকাত আটক

কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়ন থেকে অস্ত্রসহ নবী আলম নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাত আড়াইটায় তাকে আটক করা হয়।

ডাকাত নবী রামু উপজেলার রশিদনগর বাবুলের পাহাড়তলী এলাকার জিয়াউল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নবী চিহ্নিত একজন ডাকাত ও অপহরণকারী দলের সক্রিয় সদস্য। রাতে ডাকাতির উদ্দেশ্যে ঈদগাঁও মেহেরঘোনা এলাকার একটি পাহাড়ে অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজসহ তাকে আটক করা হয়।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, নবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।